কুমিল্লায় যুবলীগ কর্মীর নেতৃত্বে ১০টি বাড়িঘর ভাংচুরের অভিযোগ (ভিডিও)

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় পাওনা টাকার জের ধরে সদর উপজেলার ধনুয়াখোলা গ্রামের ৫টি পরিবারের অন্তত ১০টি বাড়িঘর ভাংচুর করেছে সন্ত্রাসীরা। ভূক্তভোগী এসব পরিবারের অভিযোগ হামলাকারীরা ভাংচুর শেষে নগদ টাকা স্বর্ণালংকার ও দুটি মটরসাইকেল নিয়ে যায়।
শুক্রবার রাত ১১টা থেকে ভোররাত পর্যন্ত এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ধনুয়াখোলা গ্রামের মাইনুদ্দিন আলমের সাথে একই গ্রামের যুবলীগ কর্মী শাহীনের লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। বিষয়টি নিরসনে শুক্রবার সন্ধ্যায় দুইপক্ষের মধ্যে সালিশ বৈঠক বসে। সালিশে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির সূত্রধরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটে। পরে রাত সাড়ে ১১টায় যুবলীগ কর্মী শাহিনের নেতৃত্বে ১৫/২০জন সন্ত্রাসী মাইনুদ্দিন আলমের বাড়িতে হামলা চালায়। এসময় একই বাড়ির মিজান, মকবুল আহমেদ, বারেকের বাড়ি ভাংচুর করা হয়।

হামলার সময় বাড়িতে থাকা নারী শিশু ও বৃদ্ধদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আরো পড়ুন