কুমিল্লায় ১০৩ টাকায় পুলিশের কন্সটেবলের চাকুরি পেলেন ৩০৭ জন
কুমিল্লায় ১০৩ টাকা খরচ করে পুলিশের কন্সটেবলের চাকরি পেয়েছেন ৩০৭ জন ছেলে মেয়ে, যাদের বেশির ভাগই দরিদ্র-অসহায় পরিবারের সন্তান।
সোমবার (৮ জুলাই) রাতে নগরীর পুলিশ লাইনের শহীদ আর আই এ বি আবদুল হালিম মিলনায়তনে কুমিল্লা জেলার পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।
ফলাফল ঘোষণার পর উল্লাসে মেতে উঠতে দেখা যায় কৃতকার্য পরীক্ষার্থীদের। কেউ চাকরি পেয়ে হাউমাউ করে কেঁদে উঠেন। কেউ বা নিজের ওড়না দিয়ে আনন্দঅশ্রু মুছেন। এ এক আনন্দমুখর ও ঐতিহাসিক মুহূর্ত । এবার ১০৩ টাকায় চাকরি পেলেন অসহায়-দরিদ্র পরিবারের অসংখ্য সন্তানেরা। এ এক বিরল ঘটনার জন্ম দিল কুমিল্লা জেলা পুলিশ।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম ৩০৭ জনকে অভিনন্দন জানান।
ফলাফল ঘোষণার পর কৃতকার্য সবাইকে নিয়ে ছবির ফ্রেমে আবদ্ধ হোন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (কুমিল্লা দক্ষিণের অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (কুমিল্লা উত্তরের অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত) শাখাওয়াত হোসেন, কুমিল্লা ডিএসবির অতিঃ পুলিশ সুপার আজিম উল আহসান প্রমুখ।