কুমিল্লায় পরিবহন শ্রমিকদের সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
সদর দক্ষিণ প্রতিনিধিঃ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রেজি: নং- ১৭২৪ এর অন্তর্ভুক্ত চট্রগ্রাম বিভাগ উত্তর পশ্চিমা ল আ লিক কমিটি কর্তৃক কুমিল্লা জেলা সড়ক পরিবহন শ্রমিকদের সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রমিক সমাবেশ বুধবার পদুয়ার বাজার বিশ্বরোডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ লিক কমিটির সভাপতি হাজী মো: আবুল বাহার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আ লিক কমিটির সাধারণ সম্পাদক কাজী মোতাহার হোসেন। বক্তারা বলেন, সড়ক পরিবহন বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকার সড়ক পরিবহন আইনের নামে পরিবহন শ্রমিকদের স্বার্থ বিরোধী আইন করে শ্রমিকদের নিয়ন্ত্রনের অপচেষ্টা চালাচ্ছে। স্বার্থান্বেষীরা হাইকোটের উপর ভর করে শ্রমিকদের স্বার্থ বিরোধী আইন প্রণয়ন করছে। পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ে সকলে ঐক্যবদ্ধ থেকে সঠিক সময়ে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। বক্তারা আরো বলেন,পরিবহন শ্রমিকদের গাড়ি চালানোর সময় আরো সচেতন হতে হবে। চালকরা নিজেদের ত্রুটিমুক্ত রাখতে পারলে সরকার থেকে শ্রমিকদের সকল অধিকার আদায় করা সহজ হবে। আ লিক কমিটির সহ-সভাপতি গোলাম রসূল এর সভাপতিত্বে ও আ লিক কমিটির সাংগঠনিক সম্পাদক মো: তাজুল ইসলামের স ালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আ লিক কমিটির কার্যকারী সভাপতি হাজী শাহাজান,আ লিক কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলী,জালাল হাজারী,আ লিক কমিটির উপদেষ্টা আজম চৌধুরী,আ লিক কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মিন্টু,আ লিক কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক,সেলিম আহম্মেদ,আ লিক কমিটির লাইন সম্পাদক নুরুল হক সরকার,লাকসাম শাখার সাধারণ সম্পাদক মোতালেব হোসেন প্রমুখ। এ সময় ছয় জেলার শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।