ব্রাহ্মণপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুলিশ সদস্যকে অর্থদন্ড
আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামে বাড়ির সামনের সরকারি খাল দখল করে পাকা ট্যাংকি নির্মান করায় উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
২৪ জুলাই বুধবার দুপুরে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর সাদিক চৌধুরী। এসময় তিনি, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারি খাল দখল করে বাথরুমের পাকা ট্যাংকি স্থাপন করায় পূর্ব চন্ডিপুর গ্রামের ফরিদ উদ্দিন মাস্টারের ছেলে পুলিশ সদস্য সালাউদ্দিনকে ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও ১২ ঘন্টার মধ্যে পুরো স্থাপনা ভেঙ্গে খালের পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর সাদিক চৌধুরী। অপরদিকে তিনি ঐ এলাকার শাকিল মিয়া, শাহাবুদ্দিন এবং মামুনের ড্রেজার মেশিন ও সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি টের পেয়ে শাকিল মিয়া, শাহাবুদ্দিন এবং মামুন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদেরকে অচিরেই আটক করে আইনের আওতায় আনা হবে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর সাদিক চৌধুরী।