ব্রাহ্মণপাড়ায় নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার
আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শশীদল বিওপির বিজিবি সদস্যরা এবং থানা পুলিশ উপজেলার দক্ষিণ তেতাভূমি, নাইঘর ও ষাইটশালা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালান করে নারী মাদক ব্যবসায়ী মোসাঃ পারভীন আক্তার (৩৫), ওয়ান্টেভূক্ত পলাতক আসামী তোফায়েল আখন্দ (২৭) ও রবিউল ইসলাম রুবেল (২২) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এসময় শশীদল বিওপির বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে নারী মাদক ব্যবসায়ী মোসাঃ পারভীন আক্তারের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়ান ই কোম্পানী শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার জেসিও নায়েব সুবেদার নুর মোহাম্মদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ তেতাভূমি পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ঐ এলাকা থেকে বুড়িচং উপজেলার সংশনগর (বারেল্লা) এলাকার মৃত জয়নাল আবেদীনের মেয়ে মোসাঃ পারভীন সুলতানাকে ৫০০ পিস ইয়াব ট্যাবলেট সহ গ্রেফতার করে। অপরদিকে একইদিন রাতে ব্রাহ্মণপাড়া থানার এস আই রাজু আহাম্মেদ সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ষাইটশালা গ্রামের অভিযান পরিচালনা করে ঐ গ্রামের হারুন আখন্দের ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী তোফায়েল আখন্দকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এছাড়াও একইদিন রাতে থানার এএস আই মাঈনুল হক সঙ্গীয় ফোর্স সহ উপজেলা নাইঘর গ্রামে অভিযান পরিচালনা করে ঐ গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী রবিউল ইসলাম রুবেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার সকালে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করেছেন।