কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক, ফোর লেনের কাজ শেষ ২০২০ সালে

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফোর লেনের কাজ শেষ হবে ২০২০ সালের শেষ দিকে। কাজ শেষ হলে কমবে যাত্রীদুর্ভোগ। বর্তমানে এই সড়কের বিভিন্ন অংশে ভাঙা রয়েছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ অন্য এলাকার যাত্রীরা। এছাড়া এই সড়কে গাড়ি বেড়ে যাওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। ঘটছে দুর্ঘটনা।

সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর কুমিল্লার সূত্রমতে, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ৫৯ কিলোমিটার সড়কের মধ্যে কুমিল্লা অংশে ৪৫ আর নোয়াখালী অংশে রয়েছে ১৪ কিলোমিটার। ২ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে আঞ্চলিক এ মহাসড়ক ফোর লেনে উন্নীত করা হবে। সড়কের প্রস্থ হবে ৯০ ফুট। বর্তমানে কোথাও আছে ৪০ ফুট। সেখানে আরও ৫০ ফুট অধিগ্রহণ করতে হবে। এক মাসের মধ্যে শুরু হবে কাজ। ঠিকাদারদের সময় বেঁধে দেওয়া হবে ৩০ মাস। যাত্রী ও পরিবহন চালক সূত্রে জানা যায়, ছয় মাস ধরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেহাল অবস্থা বিরাজ করছে। এতে দুর্ভোগে পড়ছেন এই সড়কে চলাচলকারী হাজারও যাত্রী। ভাঙা সড়কে গাড়ি চালাতে গিয়ে নষ্ট হচ্ছে সময়। যানজট আর গাড়ি বিকল হওয়ায় ক্ষুব্ধ পরিবহন মালিক-শ্রমিকরা। সওজের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, ‘টেন্ডার প্রক্রিয়া শেষ দিকে। ভূমি অধিগ্রহণের বিষয়েও কাজ চলছে। আশা করছি এক মাসের মধ্যে কাজ শুরু করতে পারবো’।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

আরো পড়ুন