লাকসামে নানাহ আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
মোজাম্মেল হক আলমঃ বৃহস্পতিবার লাকসামে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজ, নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসের শুরুতে কোরআনখানি, মিলাদ-মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোকসভা, কাঙ্গালীভোজ, চিত্রাংকন প্রতিযোগিতা ও শোক র্যালীর আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোকর্যালী, চিত্রাংকন প্রতিযোগীতা ও শোকসভার আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুছ ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম সাইফুল আলম, ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস-চেয়ারম্যান পড়শী সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উজালা রানী চাকমা, পৌরসভার প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
ওইদিন উপজেলা ও পৌরসভা আ’লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে সকালে দলীয় কার্যালয়ে কোরআনখানি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোকসভা, মিলাদ-মাহফিল ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুছ ভুঁইয়া, পৌরসভা আ’লীগ সভাপতি তাবারক উল্যাহ কায়েছ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিক, সিনিয়র সদস্য মনিরুল ইসলাম রতন, সদস্য আলহাজ্ব মোশরাফ হোসেন, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, মোঃ মনির হোসেন, মাহবুব মোর্শেদ ফারুক, নিমাই সাহা, আবদুল কাদের, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি ও গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সভাপতি শিহাব খাঁন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্চাসেবকলীগ নেতৃবৃন্দ।
একইদিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ও উপজেলা সন্তান কমান্ডের সহযোগীতায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে কোরআনখানি, মিলাদ-মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোকসভার আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা প্লাটুন কমান্ডার আবুল হোসেন ননী, যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার মনোহর আলী তোতা, বীরমুক্তিযোদ্ধা মোঃ মনিরুল আনোয়ার, ইলিয়াস মিয়া, সিরাজ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের এটিএম নুরুল হুদা রাজু, জাহিদ হোসেন রিপন, রেজওয়ান আহমেদ তানিম, মোজাম্মেল হক আলম, মানিকুর রহমান, বাঁধন, আবদুল আউয়াল মজুমদার, শাহাদাত হোসেন সুজন, মাসুদুর রহমান প্রমুখ।