ব্রাহ্মণপাড়ার চান্দলা গজারিয়া একতা ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আশিকুর রহমানঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গজারিয়া একতা ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার ১৪ আগস্ট চান্দলা ইউনিয়নের চান্দলা করিমপুর মাঠ প্রাঙ্গণে মোহাম্মদ শরিফ খান আকাশের পরিচালনায় এবং রিয়াদ সরকার এর উপস্থাপনায় দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে ক্লাবটির প্রতিষ্ঠা বার্ষিকী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া পেশাজীবি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজসেবক সুভাষ চন্দ্র বনিক, ম্যানেজিং ডিরেক্টর এন.কিউ সোর্সিং লিমিটেডের মোঃ আবু হানিফ শিপু, বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী এডভোকেট আতিকুর রহমান খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী ও বপেকস সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম সরকার, প্রশাসনিক কর্মকর্তা ভারপ্রাপ্ত আইন মন্ত্রনালয় (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল)ঢাকা মোঃ রবিউল আলম ভূঁইয়া, পিয়ারলেস হসপিটালের পরিচালক বিনয় সরকার, উপ-সহকারী প্রকৌশলী, বিটিসিএল কর্মকর্তা জনাব মোঃ হাফিজুর রহমান কাউছার, ক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূইয়া,বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম , মাঈন উদ্দিন শাহিন , বপেকস প্রচার সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য সাইদুল সরকার ,ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি খায়রুল হাসান মাসুম সহ ক্লাবের সদস্যবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিল
৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্লাবটি একটি ফুটবল প্রীতি ম্যাচ ও বৃক্ষরোপণ আয়োজন করে।
ফুটবল প্রীতি ম্যাচ ক্লাবের সদস্যরা সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ হিসাবে খেলায় অংশগ্রহণ করে। খেলায় নির্ধারিত সময় গোলশূন্য হওয়ায় ট্রাইব্রেকারে অনুষ্ঠিত হয় ট্রাইব্রেকারে জুনিয়র একাদশকে ৩-০ ব্যবধানে হারিয়ে সিনিয়র একাদশ জয়লাভ করে। খেলা চলাকালীন অতিথি বৃন্দদের সাথে ক্লাবের অন্যান্য সদস্যরা মাঠের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করে।