কুমিল্লার কোম্পানীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ১০টি দোকান পুড়ে ছাই

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার মুরাদনগরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৫ আগস্ট) রাতে কুমিল্লা-সিলেট অঞ্চলিক মহাসড়কের উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ দোকান ভস্মীভূত হয়।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। কি ভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে তদন্ত পূর্বক প্রতিবেদনে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলোর মাধ্যে আখি এন্টারপ্রাইজ একটি নামে টিন দোকান, একটি প্লাষ্টিক সামগ্রী বিক্রয়ের দোকান, মাছের আড়ৎ, ছটের বস্তা বিক্রয়ের দোকান এবং বাকী ৫টি ভাঙ্গারি দোকান রয়েছে।

মুরাদনগর ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন অফিসার মো. বিল্লাল হোসেন জানান, রাত সোয়া ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১০টি দোকান পুড়ে যায়।

তবে কি ভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে ধারণা করে কিছুই বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে ক্ষয়-ক্ষতির পরিমান নির্ণয় করা হবে বলে জানান এ কর্মকর্তা।

আরো পড়ুন