ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, চিকিৎসাসেবা ব্যাহত
আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ও কনসালটেন্ট ডাক্তারসহ ১০ টি পদে জনবল শূণ্য রয়েছে ৪০ টিরও বেশি। ৫০ শয্যার এ হাসপাতালটিতে চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। এদিকে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, তীব্র জনবল সংকটের কারনে ব্রাহ্মণপাড়ায় বসবাসরত আড়াই লক্ষ জনগণের চিকিৎসাসেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। তারপরও সিমিত জনবল দিয়ে এ স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে জনগণকে স্বাস্থ্য সেব দিতে সাধ্যমত চেষ্টা করছেন তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার, কনসালটেন্ট, স্বাস্থ্য সহকারী, সিনিয়র স্টাফ নার্স, এমএলএসএস, ফার্মাসীষ্ট, নাইট গার্ড, পরিচ্ছন্নতা কর্মী ও আয়য়া পদে ৪০ জনেরও বেশি জনবল সংকট রয়েছে। এছাড়াও এ স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স, এক্স-রে মেশিন, জেনারেটর দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। অন্যদিকে চিকিৎসদের চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ যান্ত্রাংশ সংকট রয়েছে। যার কারনে দায়িত্বরত চিকিৎসকরা আশানুরূপ চিকিৎসা দিতে পারছেন না।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) ডাক্তার কামরুল হাসান সোহেল বলেন, আড়াই লক্ষ জনগণ অধ্যুষিত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ উপজেলায় গরিব দুঃখী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চিকিৎসাসেবা প্রদানকারী এটি একমাত্র সরকারি প্রতিষ্ঠান। বর্তমানে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ও কনসালটেন্ট ডাক্তারসহ ১০ পদে ৪০ টিরও বেশি জনবল শূণ্য রয়েছে। এরমধ্যে মেডিকেল অফিসার ১০ জন থাকার কথা থাকলেও আছেন মাত্র ৬ জন, ৪ জনের পদ শূণ্য। সনসালটেন্ট ডাক্তার ৫ জন থাকার কথা থাকলেও আছেন মাত্র ৩ জন, ২ জনের পদ শূণ্য। স্বাস্থ্য সহকারী (মাঠকর্মী) ৩০ জন থাকার কথা থাকলেও আছেন মাত্র ১১ জন, ১৯ জনের পদ শূণ্য।, সিনিয়র স্টাফ নার্স ২০ জন থাকার কথা থাকলেও আছেন ১৬ জন, ৪ জনের পদ শূণ্য। এমএলএসএস ৫ জন থাকার কথা থাকলেও আছেন মাত্র ১ জন, ৪ জনের পদ শূণ্য। পরিচ্ছন্নতাকর্মী ৫ জন থাকার কথা থাকলেও আছেন মাত্র ১ জন, ৪ জনের পদ শূন্য। আয়য়া ৪ জন থাকার কথা থাকলেও আছেন মাত্র ২ জন, ২ জনের পদ শূণ্য। এ ছাড়াও ফার্মাসিষ্ট এর ১টি পদ শূণ্য এবং নাইট গার্ড এর ২ টি পদ শূণ্য রয়েছে।
এসময় তিনি আরো বলেন, তীব্র জনবল সংকটের কারনে ব্রাহ্মণপাড়া উপজেলার আড়াই লক্ষ জনগণের চিকিৎসাসেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আমরা চিকিৎসকগণ হিমশিম খাচ্ছি। তারপরও আমরা সিমিত জনবল নিয়ে এই উপজেলার জনগণের স্বাস্থ্য সেবা সু-নিশ্চিত করা জন্য আমরা সার্বাধিক চেষ্টা করে যাচ্ছি। সব শেষে তিনি বলেন, উল্লেখিত সমস্যা গুলো আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ উর্ধতন কর্তৃপক্ষকে বিভিন্ন ভাবে অবগত করেছি। আশা করছি অচিরেই ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট সহ অন্যান্য সমস্যা সমাধান হবে এবং এ উপজেলাবাসী শতভাগ চিকিৎসা সেবা প্রদানে আমাদের আর কোন রকম কষ্ট করতে হবে না।