শান্তির কুমিল্লাকে অশান্ত করতে দেয়া হবে না – এমপি বাহার
মাজহারুল ইসলাম বাপ্পিঃ কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, কুমিল্লার মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারা জীবন সততার সাথে কাজ করে আসছি। আমার কর্মীদেরও সততার সাথে কাজ করতে হবে। বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার আদর্শকে লালন করে কাজ করতে হবে। আমাদের প্রতিটি কর্মীর কর্মকান্ডের সাথে দলের সুনাম জড়িত। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সুনাম জড়িত। তাই বঙ্গবন্ধুর আদর্শ লালন করে শেখ হাসিনার যোগ্য কর্মী হিসেবে কাজ করতে হবে। এক সময় পকেট কমিটি দিয়ে কুমিল্লায় আওয়ামী লীগ চলতো। আমরা দলের ত্যাগী-পরীক্ষিত কর্মীদের দিয়ে কমিটি গঠন করেছি। আমরা নেতা বানাব সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য। মানুষের মনে কষ্ট দেওয়ার জন্য নয়,সেবা করার জন্য। মহানগর অথবা ওয়ার্ড আওয়ামীলীগের কোন নেতা ভিজিটিং কার্ড ছাপাতে কিংবা সামাজিক সালিশ দরবারে যেতে পারবে না। কোন প্রকার চাঁদাবাজির সাথে জড়িত হতে পারবে না। কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। মহানগর বাসীর কথা মাথায় রেখে সিটির দক্ষিণের ৯ ওয়ার্ড সহ পুরো সিটি কর্পোরেশনের প্রশাসনিক কাজ গুলো একত্রিত করা হবে।
হাজী বাহার এমপি আরো বলেন, ৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পর কুমিল্লা শহরে ওয়ার্ডে ঘুরে সংগঠন তৈরী করেছি। তখন আওয়ামীলীগ-ছাত্রলীগ করা মানুষ পাওয়া কঠিন ছিল। আজকে যেমন আমাকে ষড়যন্ত্র মোকাবেলা করে রাজনীতি করতে হচ্ছে সেদিন ষড়যন্ত্র ছিল। আজ কুমিল্লার ঘরে আওয়ামী লীগ,যুবলীগ ,ছাত্রলীগ ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ তৈরী হয়েছে। ২৩ বছর দলে পদ বি ত ছিলাম। বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হই নি। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর নগরীর পদুয়ার বাজার হাজী আক্রাম উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত এর সভাপতিত্বে ওই সম্মেলনে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড.জহিরুল ইসলাম সেলিম, আবদুল আলিম কা ন, যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু,সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস প্রমুখ। অনুষ্ঠান স ালনা করেন মহানগর আওয়ামী লীগের সদস্য আলহাজ¦ আব্দুল মালেক ভূইয়া। এসময় মহনগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: বাকি আনিস, সাংগঠনিক সম্পাদক বাবু চিত্তরঞ্জন ভৌমিক,প্রচার সম্পাদক জহিরুল কামাল,দপ্তর সম্পাদক শিবু প্রশাদ রায়,অর্থ সম্পাদক আলী মনসুর ফারুক,স্বাস্থ্য সম্পাদক মশিউর রহমান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহেরীন সাহের, সদস্য খোরশেদ আলম.কাইয়ুম খান বাবুল, ২২নং ওয়ার্ড আ’লীগ নেতা মাহাবুব মজুমদার,নির্মল ঘোষ,আলহাজ¦ আব্দুল কাদের মজুমদার বুলু,গাজী ছাদেকুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর আলমগীর হোসেন,কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদি,মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ শিয়ানুক,মহানগর যুবলীগ সদস্য দুলাল হোসেন অপু,২২নং ওয়ার্ড যুবলীগ আহবায়ক শিমুল ঘোষ ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শাহিন মজুমদার,২২নং ওয়ার্ড ছাত্রলীগ আহবায়ক শামসুল আলম রিপন সহ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
২২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ¦ ওয়াহিদ মজুমদার,সেক্রেটারী খোরশেদ আলম ঃ
আলোচনা সভা শেষে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দির বাহার এমপি আলহাজ¦ ওয়াহিদ মজুমদার কে সভাপতি , মোঃ খোরশেদ আলম কে
সাধারন সম্পাদক ও আজাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে কুমিল্লা মহানগর ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যের কমিটির নাম ঘোষনা করেন। দলের ত্যাগী ও রাজপথের পরীক্ষিত কর্মীদের নিয়ে নবীন-প্রবীনের সমন্বয়ে গঠিত নতুন কমিটির নেতৃবৃন্দকে নেতা-কর্মীরা বিপুল করতালির মাধ্যেমে অভিনন্দন জানান।