বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা জেলা বালক দল (অনুর্ধ্ব-১৭) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড় সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন ও যুগ্ম সাধারণ সম্পাদক বাদল খন্দকার সহ জেলা ক্রীড়া সংস্থার সকল খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকবৃন্দ। শুক্রবার ফেনী জেলা দলকে ১/০ গোলে হারিয়ে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা জেলা দল। এর আগে বান্দরবন ও চাঁদপুর জেলা দলকে হারায় কুমিল্লা জেলা দ।।