ঝুঁকিপূর্ণ কুমিল্লা মহানগরীর প্রবেশ পথ
মো.জাকির হোসেনঃ কুমিল্লার নগরীর প্রবেশ পথ আলেখারচর বিশ্বরোড এলাকার সড়কটিতে পানি জমে থাকার কারনে উঠে যাচ্ছে রাস্তার পিচ ঢালাই। সড়কের মধ্যে পানি জমে থাকায় গাড়ী চলাচলে ঘঠছে বিঘœতা, প্রতিদিন ঘটছে ছোট-বড় দূর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, সড়কের অর্ধেক পানিতে ডুবে আছে, দীর্ঘদিন পানি জমে থাকার কারনে সৃষ্ঠি হয়েছে ছোট-বড় গর্ত। সম্প্রতি বড় গর্তগুলিতে দেয়া হয়ে ইটের ভাঙ্গা।
প্রতিদিন কুমিল্লা মহানগরীতে ঢাকা, সিলেট, ব্রাহ্মনবাড়িয়াসহ জেলার দাউদকান্দি, হোমনা, তিতাস, মুরাদনগর, দেবিদ্বার, চান্দিনা, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ছাড়াও নগরীর পাশ্ববর্তী ময়নামতি সেনানিবাস, সদর উপজেলার আলেখারচর, দুর্গাপুর, সৈয়দপুর, নিশ্চিন্তপুর এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন যানবাহনে করে সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড হয়ে আসা যাওয়া করছে।
আলেখারচর সংলগ্ন কোকাকোলা ফ্যাক্টরীর পিছনের অংশে এই সড়কটি সামান্য বৃষ্টিতে পানির নীচে তলিয়ে যায়। সংস্কারের অভাবে দিন দিন সড়কটিতে সৃষ্ট হয় বড় বড় গর্ত। এতে প্রায়ই দুর্ঘটনাকবলিত হচ্ছে ছোট-বড় অনেক যানবাহন। সম্প্রতি গর্ত ভরাটে ইট ব্যবহার করলেও এখনে রয়ে গেছে বেশ কয়েকটি গর্ত। ফলে প্রতিদিনই দুর্ভোগের স্বীকার হচ্ছে অনেক যানবাহনের যাত্রীরা। ছবিটি শুক্রবার দুপুরো তোলা।
এ বিষয়ে স্থানীয় লোকজন জানান, সম্প্রতি সময়ে ওই স্থানে একটি বিল্ডিং নির্মান করার কারনে রাস্তায় পানি জমে যাচ্ছে। রাস্তায় পানি জমার কারনে প্রতিদিনই ছোট-বড় দূর্ঘটনা ঘটছে, তাই দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির পানি নিস্কাসনের ব্যবস্থা করা হউক।