কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচনে সম্পাদক নির্বাচিত হয়েছেন আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহেল কবীর আর বিপুল ব্যবধানে কোষাধ্যক্ষ (ট্রেজারার) নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ মনির হোসেন। বিনা প্রতিদ্বন্ধিতায় যুগ্ম-সম্পাদক হয়েছেন ইংরেজী বিভাগের প্রভাষক মো.রহমত উল্লাহ।
এদিকে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের নব নির্বাচিত শিক্ষক পরিষদকে অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.আব্দুস ছালাম ও শিক্ষাবোর্ড সচিব মোহাম্মদ নূর মোহাম্মদ, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল সহ বিশিষ্ট জনেরা।
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক ও শিক্ষক পরিষদ নির্বাচন-২০১৯ এর প্রধান নির্বাচন কমিশনার ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী মোহাম্মদ আবদুল হান্নান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১২ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের শিক্ষক পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিল ৩২ জন। শিক্ষক পরিষদের তিনটি পদের মধ্যে দুইটি পদে সরাসরি নির্বাচন হয়।
তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচনে সম্পাদক নির্বাচিত হয়েছেন আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহেল কবীর তার একমাত্র প্রতিদ্বদ্ধি ছিলেন বর্তমান সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক লুৎফুরনাহার লাকি। বিপুল ভোটের ব্যবধানে কোষাধ্যক্ষ (ট্রেজারার) নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ মনির হোসেন। এ পদে অপর দুই প্রতিদ্বন্ধি ছিলেন ইতিহাস বিভাগের প্রভাষক মো.রাজিবুল ইসলাম ও শরীরচর্চা শিক্ষক জি এম ফারুক। বিনা প্রতিদ্বন্ধিতায় যুগ্ম-সম্পাদক হয়েছেন ইংরেজী বিভাগের প্রভাষক মো.রহমত উল্লাহ।