কুমিল্লায় আইটি পার্ক ও সড়ক ফোরলেনের কাজ শুরু হচ্ছে
নিজস্ব প্রতিবেদকঃ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন কুমিল্লায় আইটি পার্ক স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়াও কুমিল্লা-নোয়াখালী সড়কের ফোর লেনের কাজ শুরু হচ্ছে।
শনিবার বিকেলে কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার এ আর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে, বর্তমান সরকারের আমলেই পদ্মা এ সেতু চালু হবে। আইটি পার্ক স্থাপনসহ কুমিল্লার উন্নয়নে অনেক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। কুমিল্লা-নোয়াখালী সড়কের ফোর লেনের কাজ শুরু হচ্ছে।
তিনি আরো বলেন, আগামী নির্বাচন হবে নৌকার নির্বাচন। দেশজুড়ে উন্নয়নের জোয়ারে মানুষ এখন জননেত্রী শেখ হাসিনা ও নৌকার উপর বিশ্বাসী হয়ে গেছে। দেশের উন্নয়নে নৌকার কোন বিকল্প নেই সে ধারণা মনে প্রাণে বিশ্বাস করে দেশবাসী। তাই দেশ ও জাতির উন্নয়নে নৌকার কোন বিকল্প নেই।
সভায় এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. রফিকুল ইসলামের, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামছুউদ্দিন কালু, সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউসুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভ্ূঁইয়্যা, নাঙ্গলকোট পৌরসভার মেয়র মো. আবদুল মালেক প্রমুখ।