কুমিল্লা সেনানিবাসের সীমানা প্রাচীরের সাথে রাস্তা নির্মাণের জন্য কবর সরানো হয়েছে
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের কুমিল্লা ক্যান্টনমেন্ট সেনানিবাসের পাশ দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়া হয়।
কুমিল্লা সেনানিবাসের নিরাপত্তার কারণে গেট বন্ধ করায় সীমানাপ্রাচীরের সাথে রাস্তা নির্মাণের জন্য কবর সরানো হয়েছে।আজ সকালে গুনানন্দী ২১ নং গেইট পাশ দিয়ে রাস্তা নির্মাণের জন্য ধন গাজী বাড়ির পারিবারিক কবরস্থান থেকে অন্য জায়গায় তিনটি কবর সরানো হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন কে হোসেন ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী মোঃ কামাল হোসেন, দুর্গাপুর ইউনিয়নের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, সাবেক সেনা কমকর্তা আবুল খায়ের, আবুল বাসার বাকী, মোঃ জামাল হোসেন, মোঃ ইলিয়াস সর্দার, মোঃআব্দুল সালাম,
মসজিদের ইমাম সহ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।