মোহনা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি বাশার খান আর নেই

মোহনা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি এম এ বাশার খান আর নেই। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
এর আগে রাত আটটার দিকে কুমিল্লা নগরীরর একটি হাসপাতাল থেকে অসুস্থ অবস্হায় তাকে ঢাকায় আনা হয়। কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নরপাটি গ্রামে জোহর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাশার খানের মরদেহ দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
কুমিল্লা প্রতিনিধি বাশারের মৃত্যুতে কুমিল্লার সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ ও জনপ্রতিনিধিরা শোক জানিয়েছেন।