কুমিল্লায় দৈনিক সময়ের আলোর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
![](https://dailycomillanews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
কেককাটা, র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে কুমিল্লায় পালিত হয়েছে দৈনক সময়ের আলো পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।
বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব ওমর ফারুক, ভিক্টোরিয়া সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগি অধ্যাপক মোহাম্মদ শিপন মিয়া।
এসময় কেক কেটে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুভসূচনা করেন অতিথিবৃন্দ। পরে প্রেসক্লাব চত্ত্বরে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
দৈনক সময়ের আলোর কুমিল্লা ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম ইমরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি ফখরুল হুদা হেলাল, প্রবীন সাংবাদিক খায়রুল আহসান মানিক, সাংবাদিক দীলিপ মজুমদার, সাংবাদিক ওমর ফারুকী তাপস, রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক নাছিরুল ইসলাম মজুমদার, সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির, সাংবাদিক খালেদ সাইফুল্লাহ, সাংবাদিক আবু মুছা, সাংবাদিক হালিম সৈকত, সংগঠক আজাদ সরকার লিটন প্রমূখ।
এছাড়াও সাংবাদিক সাদিক মামুন, জালাল উদ্দিন আহমেদ, ইমতিয়াজ আহমেদ জিতু, দেলোয়ার হোসাইন আকাইদ, আবদুর রহমান, আহসান হাবিব, খন্দকার দেলোয়ার হোসেন, আজগর হোসেন শাহিন, জহির মারুফ, সুমন কবির, গ্রফ্ফার আহমেদ, ম্যাক রানা, রফিকুল ইসলাম এবং দৈনক সময়ের আলোর কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফরহাদ হোসাইনসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশিষ্ট কবি ফখরুল হুদা হেলাল এর সদ্য প্রকাশিত কাব্য সমগ্র অতিথিবৃন্দকে উপহার দেন।