কুমিল্লায় ২ ভুয়া সাংবাদিক ও মা’দক ব্যাবসায়ী আটক

কুমিল্লায় অভিযানে ২ ভুয়া সাংবাদিক ও ৫ হাজার ৬শ’ পিস ই’য়াবাসহ ১ মা’দক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা, কোম্পানি অধিনায়ক তালুকদার নাজমুছ সাকিব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।

জেলার সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের ২ সদস্যকে দুইটি সাংবাদিকের আইডি কার্ডসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের মৃত. আব্দুর রহিমের ছেলে মো. আরিফুর রহমান (২৭), কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা বড় পুকুর পাড়ের মো. সিদ্দিকুর রহমানপর ছেলে মো. রনি মিয়া (২৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা সাংবাদিক পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে কুমিল্লার বিভিন্ন স্থানে লোকজনের নিকট থেকে নিয়মিত চাঁদাবাজি করে আসছিল।

অপর দিকে মো. শফিকুল ইসলাম (৩৫) নামের এক মা’দক ব্যবসায়ীকে ৫ হাজার ৬’শ পিস ই’য়াবাসহ আটক করে। সে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার হাদাগড়া গ্রামের মো. শরিফ হোসেনের ছেলে।

আরো পড়ুন