কুমিল্লার চিকিৎসকরা নিজেরাই সংগ্রহ করছেন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

নিজেদের অধিক সুরক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা নিজেরাই অর্থ দিয়ে ৫ শ টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সংগ্রহ করছেন। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ টি বিভাগের বিভাগীয় প্রধানদের এ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অপর দিকে সরকার থেকেও চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পাঠানো হয়েছে।

জানা গেছে, সরকারের পাশাপাশি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা নিজেরাও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সংগ্রহের জন্য শনিবার বৈঠক করেন। বৈঠকে সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান। ৩৪ টি বিভাগের বিভাগীয় প্রধানদের এ সভায় ৩০ জনের মতো উপস্থিত ছিলেন। সভায় প্রত্যেক বিভাগের প্রত্যেক চিকিৎসকের জন্য ২টি করে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম চাহিদা দেওয়া হয়। প্রত্যেক চিকিৎসক তা কেনার খরচ বহন করবেন। সভায় ৫ শ টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সংগ্রহের সিদ্ধান্ত হয়।

হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, নারায়ণগঞ্জের একটি নিটওয়্যার প্রতিষ্ঠানকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এক সপ্তাহের মধ্যে তা সরবরাহ করবে। তিনি জানান, সরকার থেকেও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম এসেছে। আমরাও সংগ্রহ করছি।

আরো পড়ুন