কুমিল্লায় করোনা আতঙ্কে হাসপাতালেও যাচ্ছেন না রোগীরা

করোনাভাইরাস আতঙ্কে হাসপাতালেও যেতে চাচ্ছেন না কুমিল্লার মানুষ। এ কারণে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কমছে রোগীর সংখ্যা।
হাসপাতালের জরুরি বিভাগের দেয়া হচ্ছে টেলিমেডিসিন সেবা। বহির্বিভাগের রোগীদের প্রবেশও বন্ধ করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জরুরি বিভাগে ১৮ মার্চ রোগী ছিল ৯৩৫ জন। ২১ মার্চ রোগী ছিল ৫৫৫ জন। টিকেট বিক্রি করা হচ্ছে না বহির্বিভাগেও।
হাসপাতালের বহির্বিভাগের ইনচার্জ মো. আবুল কাশেম জানান, আগে মানুষ লাইনে দাঁড়িয়ে থাকতো। প্রতিদিন রোগী থাকতো ১৮০০-২০০০। এখন এক সপ্তাহেও এত রোগী হয়নি। শনিবার মাত্র ছয়শ টিকেট বিক্রি হয়েছে।
জরুরি বিভাগের ইনচার্জ দুলাল মিয়া জানান, জরুরি বিভাগেও তুলনামূলক রোগী কম। অনেকেই টেলিমেডিসিনের মাধ্যমে সেবা নিচ্ছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. মুজিবুর রহমান বলেন, জ্বর, সর্দি, কাশির রোগীদের কথা বিবেচনা করে আমারা টেলিমেডিসিন (০১৯৩৫০০৭০৭৯) সেবা চালু করেছি। মানুষ হাসপতালে না এসে ঘরে বসেই সেবা নিচ্ছে। করোনাভাইরাসের কারণে কেউ অপ্রয়োজনে হাসপাতালে আসে না। করোনাভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে দর্শনার্থীদের প্রবেশ স্থগিত করা হয়েছে।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ