মুরাদনগরে রাতের আঁধারে দু’শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

মুরাদনগরে ১৬ নং ধামঘর ইউনিয়নে রাতের আঁধারে ২শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাগ্রত সিক্সটিন নামের তরুনদের সামাজিক সংগঠন।

করোনার ভয়াবহ পরিস্থিতিতে সমাজের খেটে খাওয়া দরিদ্র মানুষগুলো যখন অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে তখন এদের পাশে দাঁড়ানোর প্রয়াসে এলাকার কয়েকজন তরুন-যুবক মিলে গড়ে তুলে সামাজিক সংগঠন জাগ্রত সিক্সটিন। মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ১৩ টি গ্রামে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল রাতে পরমতলা, মুগসাইর এবং ভুবনঘর গ্রামে ২শ পরিবারকে খাদ্য সহায়তা করে।

প্রতিটি পরিবারকে ৫কেজি চাউল, ২কেজি আলু, ১কেজি ডাল, ১কেজি পিঁয়াজ, ১লিটার তেল প্রদান করা হয়।

খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের আহ্বায়ক রাশেদ আলম, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, হালিম শেখ, সদস্য মেহেদী হাসান, নুর জামান সাদ্দাম, আরিফ, সজিব সরকার, ইব্রাহিম, শিহাব, সোহেল, সিয়ামসহ আরো অনেকে।

উল্লেখ জাগ্রত সিক্সটিন টিম ইতিমধ্যে ৩টি গ্রামে আরো ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

এ ব্যাপারে সংগঠনের আহ্বায়ক রাশেদ আলম জানান, এই দুর্যোগে দেশের প্রতিটি অঞ্চলে বিত্তবানদের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। আমারাও নিযেদের অবস্থান থেকে বিত্তবানদের সহায়তায় সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করেছি।

আরো পড়ুন