হোমনায় সাংবাদিকদের সাথে পৌর মেয়রের মত বিনিময়
কুমিল্লার হোমনায় করোনা মোকাবেলায় ও পবিত্র রমযান আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম । আজ শুক্রবার ১১ টার দিকে পৌরসভা মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম বলেন, মহামারী নোভেল করোনা ভাইরাস মোকাবেলায় ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে । তিনি সাংবাদিকদের জানান গত ২৪ মার্চ থেকে করোনা ভাইরাস নিয়ে জনগণকে সচেতন করার লক্ষে পৌর কাউন্সিলরদের মাধ্যমে ওয়ার্ডের মসজিদে মসজিসে লিফলেট বিতরণ,হাত ধোয়াঁর জন্য জীবাণুনাশক সামগ্রী বিতরণ, মাইকিং এর মাধ্যমে স্বাস্থ্য বিধি স¤পর্কে ব্যাপক প্রচারণা চালানো হয়। ৯ টি ওয়ার্ডে জীবানুনাশক স্প্রে ছিটানো হয়েছে এবং তা চলবে । হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। সরকারের পাশা পাশি আমার নিজস্ব অর্থায়নে নি¤œ আয়ের খেটে খাওয়া ১২ ০০ পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে । তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মহামারী যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ত্রান বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে । পৌরসভার কোনা মানুষ অভুক্ত থাকবে না,ত্রান বিতরণ কার্যক্রম চালিয়ে যাবো । তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য আহবান জানান ।
তিনি বলেন, স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরীর দিকনির্দেশনায় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে পৌর সভার অর্থায়নে করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পবিত্র রমজান মাসে বিভিন্ন ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করা হবে । পবিত্র রমজান উপলক্ষে ওএমএস এর পরিমান যাতে বাড়ানো যায় সেই ব্যাপারে প্রশাসনে সাথে আলোচনা চলছে ।
এ সময় সাংবাদিক মো. আবদুল হক সরকার, মো. কামাল হোসেন, আমজাদ হোসেন সজল, আবুল কাশেম ভূইয়া, মো. আইয়ুব আলী, আবদুস সালাম ভূইয়া, আবু রায়হান চৌধুরী, আবু হানিফ,তপন সরকার, দেলোয়ার হোসেন, আল-আমিন সাহেদ, মো. হারুন অর রশিদ, আনোয়ার আহম্মেদ, সোনিয়া আফরিন, শাজু আহম্মেদসহ প্যানেল মেয়র শাহনুর আহম্মেদ সুমন, পৌর কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীগন এ সময় উপস্থিত ছিলেন ।