কুমিল্লায় কৃষকের ধাঁন কেটে, মারাই করে বাড়ীতে পৌঁছে দিয়েছে ‘জাগ্রত মানবিকতা’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অনুপ্রানিত হয়ে কুমিল্লার সদর উপজেলায় করোনা ভাইরাসের প্রভাবে কৃষি শ্রমিক সংকটের কারনে কৃষকের ধাঁন কেঁটে, মারাই করে বাড়ীতে পৌছে দিয়েছে সামাজিক সংগঠন জাগ্রত মানবিকতার ২০ ভলান্টিয়ার।

বৃহস্পতিবার সকালে সদরের মাঝিগাছায় জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক তাহসীন বাহার সূচনার তত্বাবধায়নে কৃষক রফিক উদ্দিনের ৬০ শতাংশ জমির ধাঁন কেঁটে, মারাই শেষে বাড়ীতে পৌছে দেয় তারা।

জাগ্রত মানবিকতার ভলান্টিয়াররা জানান, করোনা ভাইরাসের কারনে ধান কাঁটার শ্রমিক সংকটে পরে কৃষকগন সময় মত ধান কাঁটতে পারছে না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক তাহসীন বাহার সূচনা নির্দেশে কৃষকদের ধান কাঁটতে তাদের এ উদ্যোগ। ধান কাটায় স্বেচ্ছায় শ্রম দেয় জাগ্রত মানবিকতার ভলান্টিয়ার কো-অর্ডিনেটর আরিফুর রহমান, জাহিদুল ইসলাম (বাবু), মোশারফ মজুমদার মুন, সাকিবুল ইসলাম শুভ, সাজিদ, তুহিন, রাফি খাঁন, সাইফুল ইসলাম অপু, তানিম, রিয়াদ হোসেন বাদশা সহ সংগঠনের অন্যান্য সদস্য’রা। তারা জানান, মাঠের ধাঁন কাঁটা শেষ না হওয়া পর্যন্ত তাদের এ কার্যক্রম চলবে।

আরো পড়ুন