দেবিদ্বারে ১০ হাজার পরিবারের পাশে আবুল কালাম আজাদ
চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় কুমিল্লার দেবীদ্বারে ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিতে কার্যক্রম শুরু করেছে কুমিল্লা মডেল কলেজের প্রতিষ্ঠাতা ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সমাজ সেবক আবুল কালাম আজাদ।
এতে ৮ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি মুসুরী ডাল, ২ কেজি আলু ও ১ কেজি মটর ডাল রয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১০টায় উপজেলার নবীয়াবাদ এলাকার কলেজ মাঠে থেকে ওই কার্যক্রম শুরু করেন তিনি।
মাঠ জুড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে গোল বৃত্তে অবস্থান নিশ্চিত করে কার্যক্রম শুরুতে প্রধান অতিথির বক্তৃতা করেন ঢাকা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।
এসময় তার প্রতিষ্ঠিত কলেজের সৌজন্যে উপজেলা জুড়ে ১০হাজার পরিবারকে বিনা মূল্যে ওই খাদ্য সহায়তা বিতরণ কাজ শুরু করা হয়।
তিনি জাানান- উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১০টি কাভার্ডভ্যান যোগে ওই খাদ্য সহায়তা পৌঁছানোর কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি নি¤œ মধ্যবিত্তদের জন্য ঢাকা গ্রæপের সৌজন্যে আরও ১০ হাজার পরিবারে ভর্তুকিতে ৫শ টাকায় ২০ কেজি চাল বিতরণের কার্যক্রম এবং ৯ম থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের পরিবার কলেজের হটলাইন নম্বরে ফোন করে সহায়তা চাইলে তাদের নাম-পরিচয় গোপন রেখে বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।
তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রেখেছেন কলেজ অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন, বরকামতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, এড. মো. জাহাঙ্গীর আলম ভ‚ইয়া, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, বরকামতা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. বশির আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকার, ইউপি মেম্বার সফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শাহআলম, তপন দত্ত, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক মো. মামুনুর রশিদ প্রমুখ।