লাকসামে ২০টি দোকানে ১ লাখ ৪১ টাকা অর্থদন্ড
লাকসামে বিভিন্ন মার্কেটে সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করার দায়ে অভিযান চালিয়ে ১লাখ ৪১হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। এসময় একই অভিযোগে ৪টি দোকান সীলগালা করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, লাকসাম দৌলতগঞ্জ বাজারের চাঁন মিয়া টাওয়ার ও খায়ের ম্যানশনসহ বিভিন্ন মার্কেটের ২০টি দোকানে অভিযান চালিয়ে ১লাখ ৪১হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এদিকে ভ্রাম্যমান আদালত দেখে পালিয়ে যাওয়ার অপরাধে বাজারের বিছানা পট্টি ও খায়ের ম্যানশন মার্কেটে ২টি দোকান সিলগালাও করে দেয়া হয়েছে।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম জানান, সরকারি নির্দেশ অমান্য করে কাপড় ব্যবসায়িরা প্রকাশ্যেই ব্যবসা পরিচালনা করে জনসমাগম করেছিল। এ অপরাধে তাদেরকে অর্থদন্ড দেয়া হয়েছে।
এদিকে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের ও লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।