হোমনায় লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের মাঝে বাইসাইকেল বিতরণ
কুমিল্লার হোমনায় মহামারী করোনা ভাইরাসের দেশে চলমান পরিস্থিতির কারণে লাইভস্টক সার্ভিস প্রোভাইডর (এলএসডি) এর স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এলডিডিপি প্রকল্পের অধীনে লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বুধবার প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে ৯ ইউনিয়নের লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়। বাইসাইকেল প্রাপ্তরা হলেন-রেহেনা বেগম (মাথাভাঙ্গা) মো.আনোয়ার হোসেন(ঘাগুটিয়া), মো. মনিরুল ইমলাম (দুলালপুর), রাফের মিয়া (চান্দরচর) জোসনা বেগম,(আছাদপুর) মোবারক হোসেন (নিলখী), মহিতুর রহমান(ভাষানিয়া), নাছিমা আক্তার (ঘারমোড়া) ও রোজিনা আক্তার (জয়পুর ইউনিয়ন) ।
বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সৈয়দ মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা আক্তার, উপজেল আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন,উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মোরশেদ আলমসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।