চৌদ্দগ্রামে ১৯ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকে লুকিয়ে পাচারকালে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। আটককৃতরা হলো: বগুড়া জেলার শাহজাহানপুর থানার চকজুরা গ্রামের মৃত মনির উদ্দীন মন্ডলের ছেলে মো. ঠান্ডা মিয়া (২৪) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মোঘলটুলি গ্রামের সুজন শেখের ছেলে মো. ইয়াছিন (১৯)। সোমবার (১৩ জৃুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে র্যাব-১১, সিপিসি-২ (কুমিল্লা) এর একটি আভিযানিক দল জেলার চৌদ্দগ্রাম থানাধিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অভিনব কায়দায় ট্রাকে লুকিয়ে ইয়াবা পাচারকালে দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।