দ্বিতীয়বার প্লাজমা দিতে কুমিল্লার ৫৬ করোনা জয়ী পুলিশ ঢাকায়
পুলিশের ব্লাড ব্যাংকে দ্বিতীয় পর্যায়ে প্লাজমা দিতে কুমিল্লা জেলা পুলিশের আরও ৫৬ জন করোনা জয়ী সদস্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে এসেছেন। শনিবার দুপুরে পুলিশের একটি বাসে কুমিল্লা পুলিশ লাইন থেকে তারা ঢাকায় আসেন।
এ উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। পরে তাদের সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর এ-সার্কেল) তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা ডিআইও-১ মো. মাইন উদ্দিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, দ্বিতীয় পর্যায়ে শনিবার ৫৬ জন সদস্যের মধ্যে দুইজন পরিদর্শক, ১২ জন এসআই, ১৫ জন এএসআই ও ২৭ জন কনস্টেবল প্লাজমা ডোনেট করতে ঢাকায় যাচ্ছেন। এর আগে গত ৯ জুলাই ২৭ জন পুলিশ সদস্য প্লাজমা ডোনেট করেন। দেশের মধ্যে এ জেলা থেকেই কুমিল্লা পুলিশের সর্বোচ্চ সংখ্যক মোট ৮৩ জন প্লাজমা ডোনেট করতে ঢাকায় গেছেন।
কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বলেন, গত ৪ মাসে করোনা দুর্যোগ মোকাবেলায় দিনে-রাতে দায়িত্ব পালন করতে গিয়ে জেলা পুলিশের মোট ২০৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশ সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন। এর মধ্যে প্রথম দফায় ২৭ জন এবং দ্বিতীয় দফায় ৫৬ জন সদস্যকে বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করার জন্য রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্লাজমা দানকারীদের রক্ত করোনায় আক্রান্ত মুমুর্ষূদের প্রাণ বাঁচাতে সাহায্য করবে। জেলা পর্যায়ে প্লাজমা ডোনেটের এই উদ্যোগ সবচেয়ে বড়ো অংশগ্রহণ বলে মনে করি।