ব্রাহ্মণপাড়ায় তুচ্ছ ঘটনায় প্রতিবন্ধীসহ আহত ৪
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউনিয়নের চান্দলা-করিমপুর আশ্রয়ণ কেন্দ্রে তুচ্ছ ঘটনায় প্রতিবন্ধীসহ প্রতিপক্ষের অতর্কিত হামলায় ৪ জন আহত হয়েছে। গতকাল ৯ আগষ্ট রবিবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা-করিমপুর আশ্রয়ণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও আহত সবুর মিয়া জানান, একই বাড়ির জামাল হোসেনের মেয়ে আমার শিশু বাচ্চাকে মারলে আমি জামাল হোসেনকে বিষয়টি অবগত করতে গেলে জামাল হোসেন তাৎক্ষণিক রেগে গিয়ে জামাল হোসেন ও তার ছেলে এনামুল এবং নাজমুল, জামাল হোসেনের স্ত্রী হেলেনা, এনামুলের স্ত্রী নাজমা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের হামলায় আমার শাশুড়ী আমেনা খাতুন(৫০) ও আমার স্ত্রী রুজিনা আক্তার(২৮), বোন প্রতিবন্ধী সুফিয়া(২০) এবং আমি সবুর মিয়া(৩৩) আহত হই। পরে এলাকাবাসী আমাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ ব্যাপারে মুনাফ মিয়ার ছেলে প্রতিপক্ষ জামাল হোসেন মুঠোফোনে জানান, এ বিষয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, হতাহতের মতো এমন কিছু ঘটেনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।