তিতাসে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের মাসব্যপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
“মুজিব শতবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের উদ্যোগে তিতাস উপজেলায় মাসব্যপী বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির।
বৃক্ষরোপন কালে ছাত্রলীগ নেতা ফরহাদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী’র ১ কোটি বৃক্ষরোপণের মহৎ অঙ্গীকারকে সফল করতে বাংলাদেশ ছাত্রলীগ সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর সার্বিকতত্ত্বাবধায়নে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ’র উদ্যোগে তিতাস উপজেলা ছাত্রলীগ মাসব্যাপী ৫ হাজার বৃক্ষরোপণ করবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাতেম তাই, তিতাস উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পাভেল মাহমুদ, সারোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন ও সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক।