ব্রাক্ষণপাড়ায় আ. লীগের মনোনয়ন পেলেন জাহাঙ্গীর খান চৌধুরী
![](https://dailycomillanews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
দেশের বিভিন্ন স্থানে ২৭ স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাতটি উপজেলা পরিষদ ও ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পাঁচটি পৌরসভা রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মনোনয়ন বোর্ডের এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
সাত উপজেলায় মনোনয়ন পেলেন যারা
সাতটি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নওগাঁর রাণীনগর উপেজলায় আব্দুর রউফ, পাবনার ঈশ্বরদীতে নায়েব আলী বিশ্বাস ও বেড়ায় রেজাউল হক, সাতক্ষীরার দেবহাটায় মুজিবর রহমান, যশোরের বাঘারপাড়ায় ভিক্টোরিয়া পারভীন সাথী, কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাহাঙ্গীর খান চৌধুরী এবং নোয়াখালীর বেগমগঞ্জে শাহনাজ বেগম।