বুড়িচং থানা পুলিশের উদ্যোগে গণসচেতনতা মূলক আলোচনা সভা
শুক্রবার বিকালে কুমিল্লার বুড়িচং থানা পুলিশের উদ্যোগে উপজেলার ভারেল্লা(দক্ষিণ) ইউনিয়ন এর সোন্দ্রম উচ্চ বিদ্যালয়ের হল রুমে মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি,ইভটিজিং, যৌতুক, বাল্য বিহাহের বিরুদ্ধে গণসচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারেল্লা(দক্ষিণ)ইউনিয়ন এর চেয়ারম্যান ও সোন্দ্রম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহ কামাল এবং পরিচালনা করেন দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই ডালিম কুমার মজুমদার, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মাহাবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আজিজুল বারি নয়ন, আরো বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মোঃ জামাল হোসেন খান, মোঃ বেলায়েত হোসেন খান, মোঃ ফরিদ খান মেম্বার, অ্যাডভোকেট এম রেজাউল করিম,সহকারী শিক্ষক মোঃ জুলফিকার নাঈম, মনিরুল ইসলাম, মাওলানা মোঃ মোজাম্মেল হক, মাওলানা মোঃ মনিরুল ইসলাম, ডাক্তার মোঃ কামাল হোসেন খান, এম তাজুল ইসলাম খান, এম মাহাবুব আলম, মনির হোসেন, দুলাল হোসেন খান, শের আলী, ইসমাইল হোসেন, আলমগীর হোসেন মাষ্টার,মোঃ সামসুল আলম, কাজী আরিফুল ইসলাম, ডা.মোঃ আরিফুর রহমান আজম প্রমুখ।
এ সময় এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।