কুমিল্লা চান্দিনা পৌরসভা নির্বাচনে আ.লীগ ও বিএনপি প্রার্থী চূড়ান্ত
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও বিএনপি।
শুক্রবার বিকাল ৪টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় একক প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের উপস্থিতিতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. শওকত হোসেন ভুঁইয়া আর বিএনপির মনোনয়ন পেয়েছেন মোঃ আলমগীর খান।