নিমসার ব্যাংক থেকে টাকা লুটকারী চক্রের এক সদস্য আটক
নিজস্ব প্রতিবেদকঃ আজ ০৫/১১/১৭ ইং তারিখ দেবপুর ফাঁড়ীর পুলিশ কোটবাড়ী সোনালী ব্যাংক এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ব্যাংক এলাকা থেকে কৌশলে টাকা চুরির ঘটনায় জড়িত আসামী আমিনুল ইসলাম সজল খান(৬৫), পিতা মৃত আ:রশিদ সাং রানা খড়িয়া, থানা মীরপুর, জেলা কুষ্টিয়াকে গ্রেপ্তার করে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় সে গত ২৯/১১/১৭ তারিখ নিমসার অগ্রনী ব্যাংক থেকে কৌশলে এক গ্রাহকের ৫৭২০০০/ টাকা চুরি করে নিয়ে যায়। গ্রেপ্তারের সময় সে সহযোগিদের সাথে প্রাইভেট কারে উঠে পলায়নের সময় প্রাইভেট কারের ধাক্কায় ডান চোখে গুরুতর জখম প্রাপ্ত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।