ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়া সংবাদদাতাঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাড়ে তিন বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলা সদর এলাকার উত্তর ডগ্রাপাড়া হাকিম ডাক্তারের বাড়ীর প্রবাসী মাইনুল হোসেনের মেয়ে লামিয়া আক্তার (মীম) গতকাল সোমবার সকালের কোন এক সময়ে বাড়ির পশ্চিমপার্শ্বের পুকুরে সবার অজান্তে পুকুরে পড়ে যায়।
সকাল ১১টায় লামিয়ার দাদী তাকে পানিতে ভেসে থাকতে দেখে পানি থেকে তুলে আনে। ততৎক্ষনে লামিয়া আর বেঁচে নেই। গতকাল সোমবার বাদ আছর নামাজে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ছোট শিশুর এ করুন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।