কুমিল্লায় তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত

কুমিল্লায় করোনা মহামারির মধ্যে চলতি বছরে প্রথম ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সম্প্রতি ঢাকাফেরত তিন ব্যক্তির রক্ত পরীক্ষা করে তাদের ডেঙ্গু শনাক্ত হয়। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন। এদিকে স্বাস্থ্য বিভাগের টিম কুমিল্লা নগরীর নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভার অস্তিত্ব পেয়েছে।

জানা যায়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২ জন ও নাঙ্গলকোট উপজেলার ১ জন রয়েছেন। শারীরিক অবস্থা ভালো হওয়ার ডেঙ্গু রোগীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ঢাকা সিটি করপোরেশন এলাকায় প্রতিদিনই কয়েকশ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। কুমিল্লা যেহেতু ঢাকার পার্শ্ববর্তী জেলা, তাই জনগণকে আরও সচেতন হওয়ার অভিমত বিশিষ্ট নাগরিকদের।

কুমিল্লা নগরীতে বেশিরভাগ এডিস মশার জন্মস্থান রাস্তার পাশে পড়ে থাকা টায়ার, থানায় জব্দ থাকা গাড়ি বা সরকারি অফিসের বিভিন্ন জায়গায় জমে থাকা পানি ও নির্মাণাধীন ভবনে।

সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, আক্রান্ত তিনজনের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। হাসপাতালে ডেঙ্গু ইউনিট প্রস্তুত রাখা আছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জেলা স্বাস্থ্য বিভাগ প্রস্তুত। প্রাথমিক পর্যায় পরিদর্শনে নগরীর নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার অস্তিত্ব পাওয়া গেছে।

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, করপোরেশন এলাকায় ডেঙ্গু শনাক্ত হওয়ার আগে থেকেই এডিস মশার লার্ভা ধ্বংসে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করা হচ্ছে। সেই সঙ্গে বাড়ির ছাদের টবে কিংবা নির্মানাধীন ভবনের কোথাও যেন পানি জমে না থাকে এজন্য জনগণকে সচতেন করার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে মাইকিং করা হয়।

আরো পড়ুন