কুমিল্লায় কাভার্ডভ্যানে মালামাল লুটকালে এক ছিনতাইকারী আটক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই কলাবাগান এলাকায় কাভার্ডভ্যানের তালা খুলে মালামাল লুটকালে শ্রাবন প্রকাশ্যে শাওন (২১) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।সে চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর এলাকার মোঃ মাসুদ রানার ছেলে।
পুলিশ জানায়, মহাসড়কে চলাচলরত কাভার্ডভ্যান চালকরা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই কলাবাগান এলাকায় সড়কের পাশে গাড়ী রেখে খাবার গ্রহন কালে রোববার সকালে কৌশলে গাড়ীর লক খুলে চালকের টাকা পয়সা সহ বিভিন্ন মালামাল লুটের সময় স্থানীয়া একজন ছিনতাইকারীকে আটক করে।
পরে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ী পুলিশকে খবর দিলে উপ পরিদর্শক (এস আই) কাজি হাসান উদ্দিন দুপুরে ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীকে ফাঁড়ীতে নিয়ে আসে।
স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন জানান, মহাসড়কে চলাচলকারী চালকগন কোরপাই এলাকার বিভিন্ন হোটেলে খাবার খায়। সড়কের পাশে থামানো গাড়ীগুলোতে একটি চক্র দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিলো। সম্প্রতি সময়ে একজন চালককে ছুরিকাঘাত করে টাকা পয়সা ছিনিয়ে নেয় চক্রটি। রোববার সকালে ৪/৫ জনের একটি দল কাভার্ডভ্যানে ছিনতাই কালে স্থানীরা ধাওয়া করে একজনকে আটক করে। পরে পিটুনি দিয়ে পুলিশের নিকট হস্থান্তর করা হয়।
উপ পরিদর্শক (এস আই) কাজি হাসান উদ্দিন জানান, আটকৃত ছিনতাইকারী পলাতকদের নাম প্রকাশ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতকদের আটকের অভিযান চলছে।