কুমিল্লার ১৫ ইউপিতে নৌকা, ১৪টিতে স্বতন্ত্র জয়ী
কুমিল্লার দাউদকান্দি, বরুড়া ও হোমনার ৩০টি ইউনিয়নে রবিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯টি ইউনিয়নের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এতে ১৫টি ইউনিয়নে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন। ১১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জয়ী হয়েছেন। তিনটিতে বিএনপি (স্বতন্ত্র) প্রার্থী জয়ী হয়েছেন। একটির ফলাফল স্থগিত হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বরুড়া উপজেলার ভবানীপুরে নৌকার প্রার্থী খলিলুর রহমান, খোশবাস উত্তরে নৌকার নাজমুল হাসান সর্দার, আগানগরে আওয়ামী লীগের বিদ্রোহী মাজহারুল ইসলাম মিঠু, লক্ষ্মীপুরে নৌকার আবুল হাসেম, পয়ালগাছায় নৌকার মাইনউদ্দিন, চিতড্ডায় নৌকার মো. জাকারিয়া, ঝলমে আওয়ামী লীগের বিদ্রোহী নুরুল ইসলাম, আড্ডায় নৌকার জাকির হোসেন বাদল ও আদ্রায় আওয়ামী লীগের বিদ্রোহী রাকিবুল হাসান লিমন বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
দাউদকান্দি উপজেলার গৌরিপুরে নৌকার নোমান সরকার, সুন্দলপুরে আওয়ামী লীগের বিদ্রোহী মো. আসলাম, বিটেশ্বরে নৌকার হুমায়ুন কবির ভূঁইয়া, মারুকায় আওয়ামী লীগের বিদ্রোহী এএসএম শাহজাহান ভূঁইয়া, জিংলাতলীতে আওয়ামী লীগের বিদ্রোহী আলমগীর হোসেন মোল্লা, দাউদকান্দি উত্তরে নৌকার কামরুজ্জামান শাহীন, গোয়ালমারীতে নৌকার আবদুল মান্নান, পদুয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী মনির হোসেন, পাঁচগাছিয়া পশ্চিমে নৌকার জামাল উদ্দিন চৌধুরী, ইলিয়টগঞ্জ উত্তরে আওয়ামী লীগের বিদ্রোহী লোকমান হোসেন মুন্সী, মালিগাঁওতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাক আহমেদ ও মোহাম্মদপুর পশ্চিমে নৌকার দুলাল সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নে বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, ঘাগটিয়া ইউনিয়নে বিএনপি নেতা মফিজুল ইসলাম গণি, দুলালপুর ইউনিয়নে নৌকার জসিম উদ্দিন সওদাগর, চান্দেরচর ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে, আসাদপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী জালালউদ্দিন পাঠান, নিলখী ইউনিয়নে নৌকার জালাল উদ্দীন, ভাষানিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী সাদেক সরকার, ঘারমোড়া ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান মোল্লা ও জয়পুর ইউনিয়নে নৌকার তাইজুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।