কুমিল্লায় জানাজায় অংশ নিতে গিয়েই লাশ হলেন একই পরিবারের ৪ জন
আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন কুমিল্লায় বাস-সিএনজি সংঘর্ষে নিহতরা। এরই মধ্যে নিহত বেড়ে চারজন হয়েছে। তারা একই পরিবারের সদস্য। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজির চালক।
বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঐ দুর্ঘটনায় নিহতরা হলেন- লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া, স্ত্রী পারুল বেগম, শাশুড়ি গোলাপ নাহার ও মেয়ে জান্নাতুল মাওয়া।
নিহত বাহারের ভাতিজা মীর হোসেন জানান, ফেনিতে বাহারের চাচা শ্বশুরের জানাজায় যাচ্ছিলেন তারা। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কালিয়া চৌ এলাকায় ঢাকাগামী বিআরটিসি বাসের সঙ্গে তাদের সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাহার ও তার শাশুড়ি গোলাপ নাহার মারা যান। পরে কুমিল্লা হাসপাতালে নেয়ার পথে তার স্ত্রী পারুল বেগম ও মেয়ে জান্নাতুল মাওয়ার মৃত্যু হয়।
লালমাই হাইওয়ে থানার এসআই জসিম উদ্দিন জানান, খবর পেয়ে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত সিএনজিচালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি উদ্ধার করেছে।