কুমিল্লা বুড়িচংয়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে নির্বাচনীয় প্রচারণা !
কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশীমুল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন। তার পক্ষে বাকশীমুল বাজারে লাইসেন্স করা অস্ত্র নিয়ে প্রচারনায় অংশ নিয়ে মিছিল চালিয়ে যাচ্ছেন সাবেক চেয়ারম্যান ও বুড়িচং উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির। এ নিয়ে এলাকায় সাধারণ ভোটারদের মাঝে আতংক ও আলোচনা-সমালোচনা ঝড় উঠে।
নির্বাচনের আচারণ বিধি লঙ্ঘন করায় শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বাকশীমূল ইউনিয়নের ছয়গ্রাম বাজারে উপজেলার সহ-কারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিউল ইসলামের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির’কে ১০হাজার টাকা জরিমানা করা হয় এবং তার সাথে থাকা শটগানসহ ১২ বোর কার্তুজ ২২টি জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং থানার ওসি তদন্ত মাকসুদ আলম ও এসআই বিনোদ দস্তিদার। অন্য প্রার্থী ও সাধারণ মানুষের প্রশ্ন নির্বাচনের আগে কোন প্রার্থীর পক্ষে এভাবে অস্ত্র নিয়ে প্রচারণা করার বৈধতা আছে কি?
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, আমার এই অস্ত্রের লাইসেন্স আছে। তাই নিরাপত্তার জন্য নিয়ে এসেছি।এড.আরিফুল ইসলামের পরামর্শ নিয়ে বুড়িচং থানাতে জমা দেওয়ার জন্য ছয়গ্রাম বাজারে এসেছি।
তবে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, নির্বাচনী মাঠে অস্ত্র হাতে নিয়ে প্রচার প্রচারণা সম্পূর্ণ বেআইনি এবং অপরাধ। এবিষয়ে বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, নির্বাচনি এলাকায় অস্ত্র প্রদর্শন কটে প্রচার প্রচারণা করার বৈধতা নেই। এটি বেআইনি ও অপরাধ। আমরা তাকে অস্ত্রসহ আটক করি। পরে নির্বাহী ম্যাজিষ্টেট মহোদয় তাকে ১০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।