কুমিল্লায় গাড়িচাপায় শিশু ও কিশোর নিহত
কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেটকারের চাপায় এক শিশু ও এক কিশোর নিহত হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় শুক্রবার দুপুর ১টায় এই দুর্ঘটনা হয়।
নিহতরা হলো বুড়িচংয়ের শাহদৌলতপুর এলাকার ১৬ বছরের রবিউল হোসেন ও একই এলাকার ৫ বছরের মো. আনিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘কয়েকজন শিশু সেলুনে চুল কেটে বাড়ি ফেরার জন্য হেটে মহাসড়ক পার হতে যাচ্ছিল। সে সময় ঢাকামূখি একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই আনিস মারা যায়। হাসপাতালে নেয়ার পথে রবিউলও মারা যায়।’
দুর্ঘটনার পর প্রাইভেটকারচালককে আটক করা হয়েছে বলেও জানান ওসি।