প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছবি প্রচার ব্যবসায়ীর ‘বিভ্রান্তি’ ও ধোকা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
ব্যবসায়ী নেতা হাবিব উল্লাহ ডনের ‘বিভ্রান্তি’ ও ধোঁকা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন ব্যবসায়ীরা।
আজ রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন ব্যবসায়ীরা।
মানববন্ধনের উপস্থিত নেতৃবৃন্দ দাবি করেন, হাবিব উল্লাহ ডন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী নয়। প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরের সভায় ডন উপস্থিত ছিলেন না।কিন্তু ওই সফরে ‘পায়ের উপর পা’ তুলে উপস্থিত থাকার ছবি ফেসবুকে প্রচার করে ব্যবসায়ী সমাজকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত তথ্য দেয় হাবিব উল্লাহ ডন।
এসময় ব্যবসায়ী প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন গাড়ী ব্যবসায়ী মশিউর রহমান রুবেল, দিদার মো. নিজামুল ইসলাম, ইশতিয়াক রনি, নাজমুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, হাবিব উল্লাহ ডন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী না হয়েও ব্যবসায়ীদের কাছে মিথ্যাচার করে আসছে। বিভিন্ন সময়ে ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে আসছেন। তার কারণে ব্যবসায়ীরা সব সময় আতংকে থাকে। এই মিথ্যাচারকারীকে এখনই বিচারের কাঠগড়ায় নেয়ার দাবি করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বক্তারা আরো বলেন, তার বিচার যদি না করা হয়। তাহলে বিচারের দাবিতে সড়ক অবরোধ,এফবিসিসিআই ঘেরাও ও প্রধাণমন্ত্রীর কার্যালয়ে স্মারক লিপি প্রধান করা হবে।