কুমিল্লা দিয়ে ‘ভারতে যাওয়ার চেষ্টা’, ৩০ রোহিঙ্গা আটক

কুমিল্লার বুড়িচংয়ের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে শিশুসহ পাঁচ পরিবারের ৩০ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, বৃহস্পতিবার সকালে বুড়িচং উপজেলার খাড়েরা গ্রাম থেকে তাদের আটক করা হয়; দুপুরে তাদের থানায় হস্তান্তর করে বিজিবি।

ওসি মারুফ রহমান বলেন, আটকরা সবাই কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। এদের মধ্যে শিশু ১৬ জন, নারী ৮ জন এবং পুরুষ ৬ জন। তারা পাঁচটি পরিবারের সদস্য।

ওসি জানান, সকালে সীমান্ত পথে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করে খাড়েরা বিজিবি ক্যাম্পের সদস্যরা।

আটক রোহিঙ্গাদের বরাতে ওসি জানান, বুধবার রাতে তারা কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে আসে। পরে পরিকল্পনা অনুযায়ী বুড়িচংয়ের খাড়েরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা ছিল তাদের। তারা ভালো উপার্জনের আশায় সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।

ওসি মারুফ রহমান আরও জানান, বিষয়টি নিয়ে কুমিল্লার পুলিশ সুপার কক্সবাজারের পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ পাহারায় আটকদের ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।

তবে এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে কোনো মামলা নেওয়া হবে না বলে তিনি জানান।

আরো পড়ুন