দুই সোনা এক রৌপ্য জিতেছেন কুমিল্লার ৩ খেলোয়াড়
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কারাতে প্রতিযোগিতা অংশ নিয়ে দুটি সোনা ও একটি রৌপ্য জিতেছেন কুমিল্লার তিন খেলোয়াড়। দেশের ৯টি জেলা থেকে মোট ১৭টি ক্লাবের ৩৭৫ জন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশ নেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশের ব্যাডমিন্টন জিমনেসিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের কার্যনির্বাহী পরিচালক মো খুরশিদ আলম, বাংলাদেশ শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির সহকারী প্রক্টর ডা. বশির আহম্মেদ জয়।
কুমিল্লার তিন বিজয়ীর মধ্যে সোহাগী আক্তার ও ফাইজান আহমেদ তোহা স্বর্ণ পদক পান আর আহমেদ আল আইন অর্ক রৌপ্য পান। তারা তিনজনই কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনে সদস্য।
তাদের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন, কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনে সভাপতি সাইফুল ইসলাম জানু, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মজুমদার।
কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনে প্রধান প্রশিক্ষক এস ইসলাম শুভ বলেন, সোহাগী আক্তার অনূর্ধ্ব ২১ একক কাটা প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণ পদক জিতেন। ফাইজান আহমেদ তোহা ক্যাডেট ১৪-১৫ মাইনাস ৫০কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে স্বর্ণ পদক পান এবং আহমেদ আল আইন অর্ক ১৪-১৫ মাইনাস ৫৫কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পান। তিনি সকলের উজ্জ্বল ভবিষ্যতে কামনা করেছেন।