লিটনকে নিয়ে স্বস্তির খবর দিলো কুমিল্লা
মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে নেমে হাতে আঘাত পেয়েছিলেন লিটন দাস। আঘাতটা বেশি হওয়ায় পরে আর খেলতেই নামেননি। এই চোট নিয়ে শঙ্কা দেখা দিলে পরে স্বস্তির খবর দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মঙ্গলবার ২১১ রানের বড় লক্ষ্যে খেলতে নামার পরই চোট ধাক্কা খায় কুমিল্লা। প্রথম ওভারে পেসার শফিকুল ইসলামের দ্বিতীয় বল ডান গ্লাভসের অরক্ষিত অংশে লাগলে ব্যথায় ছটফট করতে থাকেন লিটন। তাতে মাত্র ২ বল খেলা ওপেনার রিটায়ার্ড হার্ট হয়েছেন সঙ্গে সঙ্গে। এর পর আর মাঠেই নামেননি। তার পরেও কুমিল্লা জনসন চার্লসের ৫৬ বলে অপরাজিত ১০৭ রানের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ম্যাচ জিতেছে।
লিটনের চোট নিয়ে তখন শঙ্কা থাকলেও আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লার ফিজিও এসএম জাহিদুল ইসলাম জানিয়েছেন, লিটনের চোট গুরুতর নয়। তিনি আরও বলেছেন, ‘আমরা তার পরীক্ষা করেছি। কব্জি ও হাতের স্ক্যানও করা হয়েছে। সৌভাগ্যবশত কোনও ধরনের ফ্র্যাকচার বা আঘাতের চিহৃ পাইনি। তাকে নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে। আশা করছি, পরের ম্যাচে আমরা তাকে ফিরে পাবো।’