ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে দ্বন্দ্বে কৃষককে হত্যার অভিযোগ
কুমিল্লার মুরাদনগরে ছাগলে কাঁঠাল গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে উপজেলার বাঙ্গরা বাজারের পূর্বধইর পশ্চিম ইউনিয়নের এলখাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম বিল্লাল সরকার (৪২)। তিনি এলখাল গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এলখাল গ্রামের বিল্লাল সরকারের নতুন বাড়িতে লাগানো কাঁঠাল গাছের পাতা খেয়ে ফেলে পাশের বাড়ির কালন মিস্ত্রির ছেলে জাকির হোসেনের দুইটি ছাগল। গাছের পাতা খেয়ে ফেলায় বিল্লালের বড়ভাই মৃত খলিল সরকারের স্ত্রী সেলিনা আক্তার ছাগল দুটিকে বাড়িতে এনে বেঁধে রাখেন। বিষয়টি জানতে পেরে কালন মিস্ত্রির পরিবারের সদস্যরা ছাগল দুটিকে নিতে এসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কালন মিস্ত্রি, তার ছেলে জাকির হোসেন ও পরিবারের অন্যান্য সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে বিল্লাল সরকারের বাড়িতে হামলা করেন। হামলার সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন বিল্লাল সরকার। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাশের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঙ্গরা বাজার থানার ওসি মো. রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ‘মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন।’