কুমিল্লায় ফেসবুক লাইভে মাদক সেবন করে জেলে, বেরিয়েই দুধ দিয়ে গোসল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদক সেবনের লাইভ ভিডিও প্রচার করে কারাগারে যান এক যুবক। কারাগার থেকে বেরিয়েই থানার পুকুরে গোসল করে আর মাদক না খাওয়ার কথা জানান তিনি। এই ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। পরে এই ভিডিওটিও ভাইরাল হয়।

ঘটনাটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার। ঐ যুবকের নাম ইসমাইল হোসেন নয়ন। তার বাড়ি চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামে।

জানা গেছে, ঐ যুবক ফেসবুকে লাইভ ভিডিও চলাকালে মাদক সেবন করেন। পরে এই ভিডিও ভাইরাল হলে নজরে আসে প্রশাসনের। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। গত ৪ আগস্ট দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ঐ যুবককে। পরে কারাগার থেকে বের হয়ে বৃহস্পতিবার (১৭ আগস্ট) চৌদ্দগ্রাম থানার পুকুরে দুধ দিয়ে গোসলের আরো একটি ভিডিও করেন তিনি।

ঐ ভিডিওতে তাকে বলতে শোনা যায়, দুধ দিয়ে গোসল করে ভালো হয়ে গেছেন তিনি। আর এমনটা করবেন না। আর মাদক সেবন করবেন না।

অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, তার হাতে একটি দুধের বোতল। দুধ খাচ্ছেন আর বলছেন, ‘সামনে থেকে আর প্লাস্টিক (মাদক) খাবো না। খাবো দুধ। দুধে প্রোটিন আছে।’

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘জেল থেকে ছাড়া পেয়ে সে আমার কাছে আসে। সে তখনও আমাকে বলেছে সে দুধ খাবে। সে আর কখনো মাদক সেবন করবে না। তারপরেও আমি তাকে সতর্ক করে দেই। এরপরে সে আবার থানার পুকুর পাড়ে দুধ দিয়ে গোসলের ভিডিও বানিয়েছে। এই ভিডিও আমি দেখেছি। যদি আইন লঙ্ঘন করে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’

আরো পড়ুন