নানা সংকটে কুমিল্লার সরকারি খাদ্যগুদামগুলো

নানা সংকটে জর্জরিত কুমিল্লা নগরীর সরকারি খাদ্যগুদামগুলো। ১৩টি গুদামের মধ্যে ৪টি সচল থাকলেও গুদামের রক্ষণাবেক্ষণের অভাবে সেখানে রাখা খাদ্য পণ্যও নষ্ট হচ্ছে। গুদাম গুলো দ্রুত সংস্কার না করলে মালামাল রাখা যাবে না বলে জানান সংশ্লিষ্টরা। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানালেন, গুদামগুলো পুরোপুরি ঠিক হতে দুই-তিন বছর সময় লাগবে।

১৯৫৮ সালে কুমিল্লা নগরীর ধর্মপুরে সাত একর জমিতে নির্মিত হয় জেলার প্রধান সরকারি খাদ্য গুদাম। পরে ১৯৮৩ সাল পর্যন্ত পর্যায়ক্রমে ১৩টি গুদাম নির্মাণ করা হয়। এখানে কৃষকদের কাছ থেকে সংগৃহীত চাল ও গম সংরক্ষণ করা হয়। যা থেকে সরকারি বিভিন্ন দপ্তর এবং ওএমএসের চাল সরবরাহ হয়ে থাকে।

বর্তমানে ১৩টি গুদামের মধ্যে সচল আছে মাত্র ৪টি। কিন্তু সচল গুদামগুলোতেও জলাবদ্ধতা, খানাখন্দ ভরা। জনবল সংকটে মালামাল সংরক্ষণও ব্যাহত হচ্ছে বলে জানান কর্মচারী ও পরিবহন সংশ্লিষ্টরা।

জেলা খাদ্য নিয়ন্ত্রক জানালেন, গুদামের সংস্কার কাজ দ্রুত শুরু হবে। এগুলো পুরোপুরি ঠিক হতে ২/৩ বছর সময় লাগবে বলে জানান তিনি।

আরো পড়ুন