কুমিল্লায় কিস্তিতে টাকা দিতে না পেরে যুবকের আত্মহত্যা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে জামির হোসেন (৩৫) নামে এক অটোরিকশাচালক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।

রোববার (২২ অক্টোবর) রাতে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামির হোসেন ছাতিয়ানি গ্রামের মৃত আবু হানিফের ছেলে।

সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, জামির হোসেন সিসিবিএ নামে স্থানীয় একটি এনজিও থেকে এক লাখ ঋণ নিয়ে একটি অটোরিকশা কেনেন। এছাড়া স্থানীয়ভাবেও কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন জামির। কিন্তু সময় মতো কিস্তি ও ঋণের টাকা পরিশোধে তিনি ব্যর্থ হন। তাই ঋণের বোঝা সইতে না পেরে রোববার রাতে তিনি কীটনাশক পান করেন।

বিষিয়টি বুঝতে পেরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল জাগো নিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরো পড়ুন